Door43-Catalog_bn_tn/1CO/07/05.md

2.5 KiB

যৌনগত বিচারে পরস্পরকে বঞ্চিত করো না

যেমন: "যৌনগতভাবে আপনার স্ত্রী বা স্বামীকে সন্তুষ্ট করতে অস্বীকার করো না"

যাতে তোমরা নিজেদেরকে প্রার্থনায় উৎসর্গ করতে পারো

তারা সিদ্ধান্ত নিল কিছুদিন যৌন সম্পর্ক ছাড়া থাকবে, বিশেষ করে গভীর প্রার্থনার রত থাকবার জন্য ; ইহুদীধর্ম অনুযায়ী ১

২ সপ্তাহের একটি নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে।

নিজেদের উৎসর্গ কর

"নিজেদের দায়বদ্ধ রাখ"

আবার একসঙ্গে এসো

যৌন কার্যকলাপে ফিরে এসো

তোমাদের আত্মনিয়ন্ত্রণের অভাবের জন্য

যেমন: "কারণ কিছু দিন পর, তোমাদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে"

আমি আজ্ঞার মত নয়, কেবল অনুমতির মত এ কথা বলেছি

পৌল করিন্থীয়দের বলেছিলেন যৌনসম্পর্ক থেকে অল্প সময়ের জন্য বিরত থাকতে প্রার্থনার উদ্দেশ্যে, কিন্তু এটা একটা বিশেষ ক্ষেত্রে, সবসময়ের জন্য নয়।

আমি যেমন ছিলাম

যেমন অবিবাহিত ছিলেন (পূর্বে বিয়ে বা কখনও বিয়ে হয়নি), পৌল।

কিন্তু প্রত্যেক জন ঈশ্বর হতে আপন আপন অনুগ্রহ

দান পেয়েছে, একজন এক প্রকার অন্যজন অন্য প্রকার

যেমন: "ঈশ্বর একব্যক্তিকে একটি ক্ষমতা দেন, এবং অন্য কোন ব্যক্তিকে কিছু অন্যান্য ক্ষমতা।"