Door43-Catalog_bn_tn/PHP/02/09.md

16 lines
2.0 KiB
Markdown

পৌল খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল তা বর্ণনা করে চলেন
# ঈশ্বর তাঁকে উচ্চে উন্নীত করেছিলেন
“ঈশ্বর যীশুকে উচ্চীকৃত করেছিলেন”
# সমস্ত নামের উপরের নাম
এখানে “নাম” বলতে পদমর্যাদা বা সম্মান কে বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারে “সমস্ত পদমর্যাদার উপরের পদমর্যাদা” অথবা “ সমস্ত সম্মানের উপরের সম্মান|” (লক্ষ্যার্থক শব্দ দেখুন)
# প্রত্যেক জানু
এখানে “জানু” বলতে সমস্ত শরীরকে বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারে “ প্রত্যেক ব্যক্তি” অথবা “প্রত্যেক স্বত্তা” (অর্থালঙ্কার দেখুন)
# পৃথিবীর নীচে
এটি মানুষ যখন মারা যায় তখন যেখানে যায় সেটাকে বোঝায়, যাকে “পাতাল” বলা হয়, এবং সেই স্থানকেও যেখানে মন্দাত্মারা বাস করে, যাকে “অগাধলোক” বলা হয়|
# প্রত্যেক জ্বিহ্বা
এখানে “জ্বিহ্বা” বলতে সমগ্র শরীরকেই বোঝানো হয়| এটি এইভাবে অনুদিত হতে পারে “প্রত্যেকটি ব্যক্তি” বা “প্রত্যেকটি স্বত্তা” (অর্থালঙ্কার দেখুন)