Door43-Catalog_bn_tn/PHP/02/09.md

2.0 KiB

পৌল খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল তা বর্ণনা করে চলেন

ঈশ্বর তাঁকে উচ্চে উন্নীত করেছিলেন

“ঈশ্বর যীশুকে উচ্চীকৃত করেছিলেন”

সমস্ত নামের উপরের নাম

এখানে “নাম” বলতে পদমর্যাদা বা সম্মান কে বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারে “সমস্ত পদমর্যাদার উপরের পদমর্যাদা” অথবা “ সমস্ত সম্মানের উপরের সম্মান|” (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

প্রত্যেক জানু

এখানে “জানু” বলতে সমস্ত শরীরকে বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারে “ প্রত্যেক ব্যক্তি” অথবা “প্রত্যেক স্বত্তা” (অর্থালঙ্কার দেখুন)

পৃথিবীর নীচে

এটি মানুষ যখন মারা যায় তখন যেখানে যায় সেটাকে বোঝায়, যাকে “পাতাল” বলা হয়, এবং সেই স্থানকেও যেখানে মন্দাত্মারা বাস করে, যাকে “অগাধলোক” বলা হয়|

প্রত্যেক জ্বিহ্বা

এখানে “জ্বিহ্বা” বলতে সমগ্র শরীরকেই বোঝানো হয়| এটি এইভাবে অনুদিত হতে পারে “প্রত্যেকটি ব্যক্তি” বা “প্রত্যেকটি স্বত্তা” (অর্থালঙ্কার দেখুন)