Door43-Catalog_bn_tn/GAL/03/19.md

1.4 KiB

তখন ব্যবস্থা কেন ছিল?

"তখন কেন ব্যবস্থা দেওয়া হয়েছিল?" অথবা "ঈশ্বর কেন তখন ব্যবস্থা দিয়েছিলেন?"

এটা যুক্ত ছিল

"ঈশ্বর এটা যুক্ত করেছিলেন" অথবা "ঈশ্বর ব্যবস্থাটি যুক্ত করেছিলেন"

তারা

"লোকজন"

ব্যবস্থা দূতেদের দ্বারা একজন মধ্যস্থকারীর হাতে বিধিবদ্ধ হয়েছিল

"দূতেরা ব্যবস্থাটির প্রচলন করেছিলেন এবং একজন মধ্যস্থকরি এটা বিধিবদ্ধ করেছিলন"|

বিধিবদ্ধ করা

একটি প্রেরণাদায়ক পথের প্রকাশ|

মধ্যস্থ ব্যক্তি

মোশী

একজন মধ্যস্থ মানে বোঝায় একজন ব্যক্তির তুলনায় অনেক বেশী

"একজন মধ্যস্থের উপস্থিতির মানে বোঝায় যে একজন ব্যক্তির তুলনায় অনেক বেশী কাজ করা"|