2.1 KiB
2.1 KiB
তাঁদের
সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "শিক্ষকরা," (UDB); বা, ২) "মণ্ডলীর লোকেরা,"
ঈশ্বরের সামনে
"ঈশ্বরের উপস্থিতি তে," বা, "জেনে রাখো ঈশ্বর তোমাকে ও তাঁদেরকে দেখছেন"
বাক্য সম্পর্কে তর্কবিতর্ক না করে
"একটি বাক্যর কি অর্থ তার উপর ভিত্তি করে যে তর্কবিতর্ক না করা," বা, "যে বাক্য তর্কের সৃষ্টি করে" বা, "অন্যকে আঘাত করার জন্য যে বাক্যর ব্যবহার করা হয়"
কোন কিছুই লাভ হয় না
"একজনেরও কিছুই ভাল করে না," বা, "অনর্থক,"
ক্রমগত
এখানে একটি অট্টালিকার ধ্বংসের ছবিকে তুলে ধরা হয়েছে। যারা তর্কবিতর্ক শুনবে তারা আর খ্রীষ্টিয় সংবাদকে সম্মান করবে না। (দেখুন: রূপার্থক শব্দ)
যারা শোনে
"যারা শ্রবণ করে।"
তুমি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক হিসাবে দেখাও
" তুমি নিজেকে ঈশ্বরের কাছে এমন একজন ব্যক্তি হিসেবে প্রকাশ কর যে নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে।"
একজন সেবক রূপে
"একজন সেবকের মত," বা, "একজন কর্মচারীর মত"
যথাযথভাবে ব্যবহার করতে জানে
" যথাযথভাবে ব্যাখ্যা করে"