bn_tn/1CO/09/07.md

1.9 KiB

কে তার নিজের খরচে সৈনিকের কাজ করে?

যেমন: "একজন সৈন্য তার নিজস্ব অর্থ ব্যবহার করে সেবা করে না।" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন).

দ্রাক্ষাক্ষেত যে করে, সে কি তার ফল খায় না?

যেমন: " যে ব্যক্তি আঙ্গুর গাছ লাগায় সে তার ফল খায়" বা "যে আঙ্গুর গাছ লাগায় সে তার ফল খাবে না কেউই এমন প্রত্যাশা করে না " (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

যারা পশুপাল আছে সে কি তার দুধ পান করে না?

যেমন:"যিনি পশুপাল চরানোর কাজ করে তা থেকে তিনি দুধ পান করবার জন্য পাবেন।" বা" কেউই এমন আশা করবে না যে পশুপাল চরানোর কাজ করে সে সেখানে থেকে দুধ পাবে না।" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

আমি কি এই কথা মানুষের কর্তৃত্বের ওপর ভিত্তি করে বললাম?

যেমন: " এসব জিনিষ মানুষের অভ্যাসের উপর ভিত্তি করে, আমি তা বলছি না." (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

আইন এই কথা কি বলে না?

যেমন: "এই কথাই আইনে লেখা আছে" (দেখুন; অলঙ্কৃত প্রশ্ন)