bn_tn/1CO/03/12.md

2.3 KiB

এখন যদি কেউ স্বর্ণ, রৌপ, বহুমুল্য প্রস্তর, কাষ্ঠ, খড় বা নাড়া এগুলির উপর ভিত্তিমুল স্থাপন করে

একটি বাড়ী নির্মাণ করতে ব্যবহৃত উপকরণের সাথে আধ্যাত্মিক মূল্যবোধের ব্যবহার যা একজন ব্যক্তির আচরণ ও কার্যক্রম গড়ে তোলে তার সাথে তুলনা করা হয়েছে।যেমন: "একজন ব্যক্তি ব্যয়বহুল, টেকসই উপকরণ বা সস্তা, অগ্নিদাহ্য উপকরণ দিয়ে তৈরী করে কিনা". (দেখুন: রূপক)

বহুমূল্য পাথর

"দামী পাথর।"

তার কাজ প্রকাশ পাবে, কারন দিনের আলোয় তা প্রকাশ পাবে

ঠিক যেমন দিনের আলোয় নির্মাণ শ্রমিকের প্রচেষ্টা প্রকাশ পায়, তাই সেই আলোতে ঈশ্বরের উপস্থিতিতে প্রকাশ পাবে একজন মানুষের প্রচেষ্টা ও কার্যক্রমের মান। যেমনT: "দিনের আলোয় তার কাজের মান দেখা যাবে"। (দেখুন: রূপক).

এটা অগ্নিতেই প্রকাশিত হবে; অগ্নিই পরীক্ষা করে দেখবে প্রতিজনের কাজের মান।

যেভাবে অগ্নি শক্তির প্রকাশ করে অথবা একটি ভবনের দুর্বলতা ধ্বংস করে, ঈশ্বরের অগ্নি মানুষের প্রচেষ্টা এবং কার্যক্রমের বিচার করবেন। যেমন:"অগ্নি তার কাজের মান নির্নয় করবে।" (দেখুন: রূপক)