bn_tn/1CO/01/24.md

1.2 KiB

ঈশ্বর যাদের আহ্বান করেছেন

“ সেই মানুষ যাদের ঈশ্বর আহ্বান করেছেন”

আমরা খ্রীষ্টের প্রচার করি

যেমন: আমরা খ্রীষ্টের বিষয়ে শিক্ষা দিই বা "আমরা খ্রীষ্টের বিষয়ে সব লোকদের বলি."

খ্রীষ্টই হল ঈশ্বরের শক্তি ও জ্ঞান

খ্রীষ্টর দ্বারাই ঈশ্বর তাঁর ক্ষমতা ও জ্ঞান দেখায়.

ঈশ্বরের মূর্খতা ...ঈশ্বরের দুর্বলতা

এইটি হল দ্বন্দ্ব ঈশ্বরের প্রকৃতি এবং মানুষের স্বভাবের সাথে ..এমনকি যদি সেখানে কোনো মূর্খতা অথবা দুর্বলতা থাকে তার দুর্বলতা মানুষের সেরা প্রকৃতির থেকে অনেক শ্রেয় এখনো পর্যন্ত ।