bn_tn/ACT/27/12.md

1.2 KiB

ঐ পোতাশ্রয়ে শীতকাল কাটাবার জন্য সুবিধা ছিল না

"শীতের ঝড়ের সময়ে ওই পোতাশ্রয়ে জাহাজ ঘাটি করার জন্য পর্যাপ্ত পরিমানে আশ্রয় ছিল না"

ফৈনীকার শহর

ক্রিটের উপকূলে ফৈনীকা একটি বন্দর শহর। (দেখুন : নামের অনুবাদ)

ভারী নোঙ্গর

এটি একটি জাহাজের অংশ যা জাহাজকে টেনে নিয়ে যেতে সাহায্য করে। একটি নোঙ্গর হলো একটি ভারী বস্তু যা দড়ি দিয়ে বাঁধা থাকে এবং জাহাজকে সুরক্ষায় রাখে। যখন পোতাশ্রয়ে নোঙ্গর জলে ফেলা হয় এবং সমুদ্রের নিচ অবধি সেটা যায় এবং জাহাজের স্রোতের টানে ভেসে যাওয়া থেকে রক্ষা করে।