bn_obs/content/32.md

8.6 KiB

32. যীশু এক ভূতগ্রস্ত পুরুষকে আর একটি অসুস্থ মহিলাকে আরোগ্য দেন

OBS Image

একদিন, যীশু ও তার শিষ্যেরা নৌকায় হ্রদের ওপারে এক অঞ্চলে যান যেখানে গাদারীয় লোকেরা বসবাস করত৷

OBS Image

যখন তারা হ্রদের অন্য ধরে পৌছালো, তখন এক ভূতগ্রস্ত ব্যক্তি যীশুর দিকে দৌড়ে এলো৷

OBS Image

এই ব্যক্তিটি এতই শক্তিশালী ছিল যে কেউ তাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারত না৷ লোকেরা বহু বার তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখত, কিন্তু সে তাও ভেঙ্গে ফেলত৷

OBS Image

এই ব্যক্তিটি এলাকার কবরস্থানে থাকত৷ এই লোকটি রাত দিন চিৎকার করত৷ সে পোশাক পরত না আর পাথর দিয়ে নিজেকে বারবার কাঁটত৷

OBS Image

যখন লোকটি যীশুর কাছে এলো, সে তার সামনে তার হাঁটু গেঁড়ে বসলো৷ যীশু ভুতটিকে বললেন, “এই লোকটির ভিতর থেকে বেরিয়ে যাও!”

OBS Image

লোকটির ভিতরের ভূতটি জোরে চিৎকার করে বলে উঠলো, “আপনি আমার কাছ থেকে কি চান, হে যীশু সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র? আমাকে অনুগ্রহ করে কষ্ট দেবেন না!” তারপর যীশু সেই ভুতটিকে প্রশ্ন করেন, “তোর নাম কি?” সে উত্তর দিল, “আমার নাম বাহিনী, কেননা আমরা অনেকজন৷” (“বাহিনী” ছিল রোমান সৈন্যদের কিছু হাজার সৈন্যদের দল৷)

OBS Image

ভূতগুলি যীশুকে অনুনয় বিনয় করে বলল, “অনুগ্রহ করে আমাদের এই অঞ্চল থেকে তাড়াবেন!” সেখানকার কাছাকাছি পর্বত এলাকায় একদল শুয়োর চরে বেড়াচ্ছিল৷ তাই, ভূতগুলি যীশুকে অনুনয় বিনয় করল, “অনুগ্রহ করে আমাদের বরং শুয়োরদের ভিতর যেতে আজ্ঞা দিন!” যীশু বললেন, “যাও!”

OBS Image

ভূতগুলি লোকটির ভিতর থেকে বেরিয়ে এলো আর শুয়োরদের ভিতর প্রবেশ করল৷ শুয়োরগুলো এক উচ্চ পার থেকে হ্রদে ঝাঁপ দিয়ে ডুবে মরল৷ সেখানে প্রায় ২০০০টি শুয়োর ছিল৷

OBS Image

যখন শুয়োরপালকেরা দেখল যে কি ঘটল, তারা নগরে দৌড়ে এলো আর সকলকে বলল যে যীশু কি করেছে৷ নগরের লোকেরা এলো আর লোকটিকে দেখল যে ভূতগ্রস্ত ছিল৷ সে শান্ত ভাবে বসে রয়েছে, কাপড় পড়েছে আর সাধারন লোকের মতই ভাব করছে৷

OBS Image

লোকেরা খুব ভয় পেল আর যীশুকে চলে যেতে বলল৷ তাই যীশু নৌকায় চরে যেতে লাগলেন৷ কিন্তু সেই ভূতগ্রস্ত লোকটি যীশুর সাথে যাওয়ার জন্য অনুনয় করল৷

OBS Image

কিন্তু যীশু তাকে বললেন, “না, আমি চাই যে তুমি ঘরে ফিরে যাও আর তোমার বন্ধুদের আর পরিবারকে সকলকিছু যা ঈশ্বর তোমার জন্য করেছেন আর তিনি তোমার উপর দয়া করেছেন তা বল৷”

OBS Image

তাই লোকটি চলে গেল আর সকলকে যা যীশু তার জন্য করেছিল বলল৷ যেকেউ তার কথা শুনলো তারা আশ্চর্য করলো আর অদ্ভুত বোধ করল৷

OBS Image

যীশু হ্রদের অন্যপারে এলেন৷ সেখানে পৌছাবার পর, এক বর ভিড় তাকে ঘিরে একত্র হল আর তাকে চাপাচাপি করছিল৷ সেই ভিড়ে এক মহিলা ছিল যিনি বারো বছর রক্তপ্রবাহের অসুখে ভুগছিলেন৷ তিনি তার সকল বিষয় সম্পত্তি ডাক্তারদের উপর ব্যয় করেছিলেন যেন তারা তাকে সুস্থ করতে পারে, কিন্তু তা আরও খারাপ হয়ে পরত৷

OBS Image

তিনি শুনেছিলেন যে যীশু অনেক লোকেদের সুস্থ করেন আর ভেবেছিলেন, “আমি নিশ্চিত, যে যদি আমি যীশুর কাপড়টিকেও ছুই, তাহলে আমি সুস্থ হব!” তাই তিনি যীশুর পিছনে এলেন আর তার কাপড়টিকে ছুলেন৷ যেই ক্ষণে তিনি তা ছুলেন, তার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল৷

OBS Image

তক্ষনাৎ, যীশু টের পেলেন যে তার থেকে শক্তি নির্গত হয়েছে৷ তাই তিনি ফিরলেন আর জিজ্ঞাসা করলেন, “কে আমায় ছুয়েছে?” শিষ্যেরা উত্তর দিল, “আপনার চারধারে যে প্রচুর লোক আপনাকে ধাক্কা দিচ্ছে৷ আপনি কেন জিজ্ঞাসা করছেন, ‘কে আমায় ছুয়েছে?”’

OBS Image

যীশুর সামনে মহিলাটি কাঁপতে কাঁপতে ও খুবই ভয় পেয়ে হাঁটু গেঁড়ে বসলেন৷ তার পর তিনি তাকে বললেন যে তিনি কি করেছেন, আর যে তিনি সুস্থ হয়েছেন৷ যীশু তাকে বললেন, “তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে৷ শান্তিতে চলে যাও৷”

একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে- মথি ৮:২৮-৩৪; ৯:২০-২২; মার্ক ৫:১-২০; ২৪ব-৩৪; লুক ৮:২৬-৩৯; ৮:৪২ব-৪৮