bn_obs/content/39/01.md

7.6 KiB

39. যীশুকে যাঁচাই করা হয়

OBS Image

এ ছিল মধ্যরাত৷ সৈন্যরা যীশুকে মহাযাজকের ঘরে নিয়ে গেল যেন মহাযাজক তাকে প্রশ্ন করতে পারেন৷ পিতর দুরে থেকে তাদের পিছন নিল৷ যখন যীশুকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হল, তখন পিতর বাইরেই থাকলো আর আগুনের পাশে বসে নিজেকে গরম করছিলেন৷

OBS Image

ঘরের মধ্যে, ইহুদি নেতারা যীশুর বিচার করছিলেন৷ তারা বহু মিথ্যেবাদী সাক্ষী যোগার করেছিল যারা তার সম্বন্ধে মিথ্যে অপবাদ দিল৷ যাইহোক, তাদের বলা কথা গুলো একেঅপরের সাথে মেল খায়নি, তাই ইহুদি নেতারা তাকে দোষী প্রমান করতে পারল না৷ যীশু কিছুই বললেন না৷

OBS Image

অন্তিমে, মহাযাজক যীশুর দিকে সরাসরি দেখলেন আর বললেন, “আমাদের বল, তুমিই কি খ্রীষ্ট, জীবিত ঈশ্বরের পুত্র?”

OBS Image

যীশু বললেন, “আমিই সে, আর তোমরা আমাকে ঈশ্বরের সাথে বসে থাকতে আর স্বর্গ থেকে আসতে দেখবে৷” মহাযাজক রেগে নিজের কাপড় ছিড়লেন আর অন্য ধার্মিক নেতাদের চিৎকার করে বললেন, “আমাদের আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই! তোমরা সকলে শুনেছ তাকে বলতে যে সে হল ঈশ্বরের পুত্র৷ তোমাদের বিচার কি?”

OBS Image

ইহুদি নেতা সকল মহাযাজককে উত্তর দিল, “সে মৃত্যুর যোগ্য!” তারপর তারা যীশুর চোখ বেঁধে দিল, তাকে আঘাত করল, তার উপর থুথু ফেলল আর তার ঠাট্টা উড়াল৷

OBS Image

পিতর যখন ঘরের বাইরে অপেক্ষা করছিল, তখন একটি চাকর মেয়ে তাকে দেখল আর তাকে বলল, “তুমিও তো যীশুর সাথে ছিলে!” পিতর অস্বীকার করলেন৷ পরে, আর একটি মেয়ে একই কথা বলল, আর পিতর আবার তা অস্বীকার করলেন৷ অন্তিমে, লোকেরা বলল, “আমরা জানি যে তুমি যীশুর সাথে ছিলে কেননা তোমরা দুজনেই গালীল প্রদেশের৷”

OBS Image

তখন পিতর ভূমিতে বসে পড়লেন আর বললেন, “ঈশ্বর আমাকে অভিশপ্ত করুক যদি আমি সেই লোকটিকে চিনে থাকি!” তক্ষনাৎ, একটি মোরগ ডেকে উঠল, আর যীশু ঘুরে দাড়ালেন আর পিতরের দিকে তাকালেন৷

OBS Image

পিতর দুরে চলে গেলেন আর খুব কাঁদলেন৷ সে সময়ই, প্রতারক যিহুদা, দেখল যে ইহুদি নেতারা যীশুর মৃত্যুর আদেশ দিয়েছে৷ যিহুদা দুঃখিত হল আর দুরে চলে গেল আর নিজেকে মেরে ফেলল৷

OBS Image

আগামী দিনের খুব ভোরে, ইহুদি নেতারা যীশুকে রোমান রাজ্যপাল, পীলাতের কাছে নিয়ে এলো৷ তারা আশা করেছিল যে পীলাত যীশুকে দোষী সাব্যস্ত করবে আর তাকে মৃত্যু দন্ড দেবেন৷ পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি ইহুদিদের রাজা?”

OBS Image

যীশু উত্তর দিলেন, “আপনিই বললেন, কিন্তু আমার রাজ্য পৃথিবীর সাম্রাজ্যের মত নয়৷ যদি তেমন হত, তাহলে আমার চাকরেরা আমার হয়ে লড়ত৷ আমি পৃথিবীতে ঈশ্বরের সত্য প্রকাশ করতে এসেছি৷ প্রত্যেকে যারা সত্যকে ভালবাসে সে আমার কথা শুনবে৷ পীলাত প্রশ্ন করলেন, “সত্য কি?”

OBS Image

যীশুর সাথে কথা বলার পর, পীলাত ভিড়ের কাছে গেলেন আর বললেন, “আমি এই ব্যক্তির মধ্যে কোনও দোষ পাইনি৷” কিন্তু ইহুদি নেতারা আর ভিড় চিৎকার করল, “ওকে ক্রুশে দাও!” পীলাত উত্তর দিলেন, “কিন্তু ও যে নির্দোষ৷” কিন্তু তারা আরও জোরে চিৎকার করল৷ তারপর পীলাত তৃতীয়বার বললেন, “ও নির্দোষ!”

OBS Image

পীলাত ভয় পেলেন যে ভিড় কোনো বিদ্রোহ না করে বসে, তাই তিনি তার সৈন্যদের যীশুকে ক্রুশে দিতে বললেন৷ রোমান সৈন্যরা যীশুকে চাবুক মারল আর তাকে একটি রাজকীয় পোশাক আর কাটার তৈরী একটি মুকুট পরাল৷ তারপর তারা এই বলে তার ঠাট্টা উড়াল, “দেখো, ইহুদের রাজাকে!”

একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে- মথি ২৬:৫৭-২৭:২৬; মার্ক ১৪:৫৩-১৫:১৫; লুক ২২:৫৪-২৩:২৫; যোহন ১৮:১২-১৯:১৬