bn_tn_old/jas/04/intro.md

2.2 KiB

যাকোব 04 সাধারণ নোট সমূহ

এই অধ্যায়ে বিশেষ ধারণা সমূহ

ব্যভিচার

বাইবেলের লেখকরা প্রায়ই ব্যভিচারকে এমন লোকদের রূপক হিসাবে বলে থাকেন যারা বলে যে তারা ঈশ্বরকে ভালবাসে কিন্তু ঈশ্বর ঘৃণা করেনএমনকাজকরে। (দেখুন: [[rc:///ta/man/translate/figs-metaphor]] এবং[[rc:///tw/dict/bible/kt/godly]])

ব্যবস্থা

যাকোব সম্ভবত“রাজকীয ব্যবস্থা” উল্লেখ করার জন্য [যাকোব 4:11] (../../ জাস / 04 / 11.md) এ এই শব্দটি ব্যবহার করেছেন ([যাকোব 2:8] (../../ জাস / 02 / 08. এমডি))।

এই অধ্যায়ে বক্তৃতার গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলো

অলঙ্কৃত প্রশ্ন সমূহ

যাকোব অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কারণ তিনি চান তাঁর পাঠকরা কি ভাবে জীবনযাপন করছেন তা ভেবে দেখুন ।তিনি তাদের সংশোধন করতে এবং শেখাতে চান। (দেখুন: rc://*/ta/man/translate/figs-rquestion)

এই অধ্যায়ে অনুবাদের সম্ভাব্য অন্যান্য সমস্যাগুলো

নম্র

এই শব্দটি সাধারণত গর্বিত না এমন লোকদের বোঝায়।যাকোব এই শব্দটি এমন লোকদের বোঝাতে ব্যবহার করেছেন যারা গর্বিত নয় এবং যারা যীশুর উপরেও বিশ্বাস করেএবং তাঁর বাধ্য হয়