bn_tn_old/gal/02/intro.md

2.9 KiB

গালাতিয় 02 সাধারণ নোট সমূহ

সংরচনা এবং বিন্যাস

পৌল প্রকৃত সুসমাচারকে ক্রমাগতভাবে রক্ষা করতে লাগলেন। এটা [গালাতীয় 1:11] (../../gal/01/11.md) এর মধ্যে আরম্ভ হয়েছিল ।

এই অধ্যায়ের মধ্যে বিশেষ ধারণা সমূহ

স্বাধীনতা এবং দাসত্ব

এই চিঠির মধ্য দিয়ে, পৌল স্বাধীনতা ও দাসত্বর মধ্যে তুলনামূলক পার্থক্য দেখান। খ্রীষ্টানরা খ্রীষ্টের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন জিনিস স্বাধীনভাবে করতে পারে। কিন্তু খ্রীষ্টানরা যারা মোশির ব্যবস্থাকে অনুসরণ করতে চেষ্টা করে তাদের পুরো ব্যবস্থাকে অনুসরণ করার প্রয়োজন হয়। ব্যবস্থাকে অনুসরণ করার প্রচেষ্টাকে পৌল এক ধরনের দাসত্ব হিসাবে বর্ণনা করেন । (দেখুন: rc://*/tw/dict/bible/kt/lawofmoses)

এই অধ্যায়টিতে অন্যান্য অনুবাদের সম্ভাব্য অসুবিধাগুলো

""আমি ঈশ্বরের অনুগ্রহকে অস্বীকার করি না""

পৌল শিক্ষা দেন যে, যদি কোন খ্রিস্টান মোশির ব্যবস্থাকে অনুসরণ করতে চেষ্টা করে, তবে তাদেরকে ঈশ্বরের দেখানো অনুগ্রহকে তারা বোঝে না। এটি একটি মৌলিক ত্রুটি। কিন্তু পৌল এই বাক্যটিকে, ""আমি ঈশ্বরের অনুগ্রহকে অস্বীকার করি না""এক প্রকারের কাল্পনিক পরিস্তিতি রূপে ব্যবহার করেন । এই বিবৃতির উদ্দেশ্য হিসাবে দেখা যেতে পারে, ""যদি আপনি ব্যবস্থাকে অনুসরণ করে রক্ষা পেতে পারতেন, তাহলে তা ঈশ্বরের অনুগ্রহকে অস্বীকার করত।"" (দেখুন: [[rc:///tw/dict/bible/kt/grace]] এবং [[rc:///ta/man/translate/figs-hypo]])