bn_tn_old/eph/03/10.md

1.4 KiB

the rulers and authorities in the heavenly places would come to know the many-sided nature of the wisdom of God

ঈশ্বর মন্ডলীর মাধ্যমে স্বর্গীয় স্থানের শাসক ও কর্তৃপক্ষের কাছে তাঁর মহান জ্ঞানকে জ্ঞাত করবেন

rulers and authorities

এই বাক্যগুলো অনুরূপ অর্থ প্রকাশ করে। পৌল তাদেরকে একসাথে ব্যবহার করেছিলেন জোর দিতে যে, প্রত্যেক আত্মিক সত্তা ঈশ্বরের জ্ঞান সম্বন্ধে জানবে। (দেখুন: rc://*/ta/man/translate/figs-doublet)

in the heavenly places

অতিপ্রাকৃত জগতের মধ্যে। ""স্বর্গীয়"" শব্দটি সেই স্থানকে উল্লেখ করে যেখানে ঈশ্বর রয়েছেন । দেখুন কিভাবে এটিকে [ইফিষীয় 1: 3] (../ 01 / 03.এমডি) এর মধ্যে অনুবাদ করা হয় ।

the many-sided nature of the wisdom of God

ঈশ্বরের জটিল জ্ঞান (দেখুন: rc://*/ta/man/translate/figs-metaphor)