bn_tn_old/eph/02/01.md

1.1 KiB

Connecting Statement:

পৌল বিশ্বাসীদের তাদের অতীত এবং যেভাবে এখন তারা ঈশ্বরের সামনে আছে তার কথা মনে করিয়ে দেন।

you were dead in your trespasses and sins

এটি দেখায় যে, পাপপূর্ণ লোকেরা ঈশ্বরকে মান্য করতে কতটা অক্ষম হচ্ছে যেভাবে একজন মৃত ব্যক্তি শারীরিকভাবে সাড়া দিতে অক্ষম হয় । (দেখুন: rc://*/ta/man/translate/figs-metaphor)

your trespasses and sins

অপরাধ"" এবং ""পাপ"" শব্দগুলোর মধ্যে অনুরূপ অর্থ রয়েছে। পৌল মানুষের পাপের বিশালতাকে জোর দিতে তাদেরকে একসাথে ব্যবহার করেন। (দেখুন: rc://*/ta/man/translate/figs-doublet)