bn_tn_old/act/11/15.md

16 lines
1.3 KiB
Markdown

# General Information:
এখানে ""আমাদের"" শব্দটি পিতর, প্রেরিতদের এবং পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা গ্রহণকারী যিহুদী বিশ্বাসীদের উল্লেখ করে। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-inclusive]])
# As I began to speak to them, the Holy Spirit came on them
এর অর্থ হল পিতর কথা শেষ না করে আরো কিছু বলতে চেয়েছিলেন।
# the Holy Spirit came on them, just as on us in the beginning
পিতর গল্প ছোট করার জন্য কিছু জিনিস ছেড়ে দেয়। বিকল্প অনুবাদ: ""পবিত্র আত্মা পরজাতীয় বিশ্বাসীদের উপর এসেছিলেন, ঠিক যেমন তিনি পঞ্চাশত্তমির দিনে যিহুদি বিশ্বাসীদের কাছে এসেছিলেন"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-ellipsis]])
# in the beginning
পিতর পঞ্চাশত্তমীর দিন উল্লেখ করেছেন।