bn_tn_old/2ti/01/intro.md

1.6 KiB

2তীমথিয়01 সাধারণ নোট সমূহ

সংরচনা এবং বিন্যাসকরণ

পৌল আনুষ্ঠানিক ভাবে পদ1-2 এই চিঠিটি প্রবর্তন করেন ।লেখক প্রাচীনকালে নিকট প্রাচ্যে প্রায়শই এইভাবে চিঠি আরম্ভ করেন।

এই অধ্যায়ের বিশেষ ধারণা সমূহ

আত্মিক শিশুগণ

পৌল তীমথিয়কে একজন খ্রীষ্টান এবং একটি মন্ডলীর নেতা হিসাবে শাসন করেন।পৌলও তাকে খ্রীষ্টে বিশ্বাস করতে পরিচালিত করে থাকতে পারেন।অতএব, পৌল তীমথিয়কে""প্রিয়সন্তান"" বলেডাকেন।(দেখুন: [[rc:///tw/dict/bible/kt/disciple]] এবং[[rc:///tw/dict/bible/kt/spirit]])

এই অধ্যায়ে অনুবাদের অন্য সম্ভাব্য সমস্যাগুলো

নির্যাতন

এই চিঠি টি লিখেছেন যখন পৌল জেলে ছিলেন।পৌল মন্ডলীর জন্য কষ্টভোগ করতে ইচ্ছুক তীমথিয় উত্সাহিত করেন ।(দেখুন: rc://*/ta/man/translate/figs-explicit)