bn_tn_old/2pe/02/intro.md

1.4 KiB

2 পিতর02 সাধারণ নোট সমূহ

এই অধ্যায়ের বিশেষ ধারণা সমূহ

মাংস

""মাংস"" কোনওব্যক্তির পাপপূর্ণ প্রকৃতির পক্ষে একটি রূপক হচ্ছে ।এটি পাপ পূর্ণ মানুষের শারীরিক অংশ নয়। ""মাংস"" মানব প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা সমস্ত বিষয়কে ঈশ্বর বাদী বলে প্রত্যাখ্যান করে এবং যা পাপতার আকাঙ্খা করে।যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস করে পবিত্র আত্মা লাভের আগে সমস্ত মানুষের এটাই অবস্থা হচ্ছে । (দেখুন: rc://*/tw/dict/bible/kt/flesh)

অন্তর্নিহিত তথ্য2 2: 4-8 এ বেশ কয়েকটি উপমা রয়েছে যা পুরোনো নিয়মকে এখনও অনুবাদনা করা হলে বোঝা মুশকিল আছে ।আরও ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। (দেখুন: rc://*/ta/man/translate/figs-explicit)