bn_tn_old/1co/15/58.md

12 lines
1.4 KiB
Markdown

# Connecting Statement:
পৌল চান বিশ্বাসীরা যখন প্রভুর জন্য কাজ করে, তখন তারা পরিবর্তিত, পুনরুত্থিত দেহগুলোকে স্মরণ করুক, যা ঈশ্বর তাদের দিতে যাচ্ছেন।
# be steadfast and immovable
পৌল এমন কারোর সম্বন্ধে কথা বলেন, যিনি কিছুতেই তাকে সিদ্ধান্ত পালন করতে বাধা দিতে দেবেন না যেন তিনি শারীরিকভাবে অগ্রসর হতে না পারেন । বিকল্প অনুবাদ: ""দৃঢ়তাবদ্ধ হোন"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metaphor]])
# Always abound in the work of the Lord
পৌল প্রভুর কার্য করার ক্ষেত্রে প্রস্তুত প্রচেষ্টার কথা বলেছেন যেন তারা এমন বস্তু ছিল যে একজন ব্যক্তি অধিক রূপে অর্জন করতে পারে। বিকল্প অনুবাদ: ""সর্বদা বিশ্বস্তভাবে প্রভুর জন্য কাজ করুন"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metaphor]])