bn_tn_old/1co/12/intro.md

20 lines
2.8 KiB
Markdown

# 1 করিন্থিয়ান 12 সাধারণ নোট সমূহ
## সংরচনা এবং বিন্যাস
### পবিত্র আত্মার উপহার
এই অধ্যায়টি একটি নতুন বিভাগের শুরু করে। অধ্যায় 12-14 মন্ডলীর মধ্যে আধ্যাত্মিক উপহার সমূহ সম্বন্ধে আলোচনা করে ।
## এই অধ্যায়ের মধ্যে বিশেষ ধারণা সমূহ
### মন্ডলী, খ্রীষ্টের দেহ
শাস্ত্র বাক্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপক হচ্ছে। মন্ডলীর মধ্যে অনেক ভিন্ন ভিন্ন অংগ রয়েছে। প্রতিটি অংগের ভিন্ন ভিন্ন কার্যকলাপ আছে। একটি মন্ডলী তৈরী করতে তারা একত্র হয় । ভিন্ন ভিন্ন অঙ্গের সবগুলোরই প্রয়োজন আছে। প্রতিটি অংগকে অন্যান্য অংগের জন্য উদ্বিগ্ন হতে হয়, এমনকি যদিও তাদের কম গুরুত্বপূর্ণ বলে মনে হয়। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metaphor]])
## এই অধ্যায়টিতে অন্যান্য সম্ভাব্য অনুবাদ সমস্যাগুলোর অসুবিধাগুলি
### ""কেউই বলতে পারে না, 'যীশু হলেন প্রভু,' পবিত্র আত্মা ব্যতীত।""
পুরাতন নিয়ম পড়তে ইহুদিরা ""প্রভু"" শব্দটির জন্য ""সদাপ্রভু"" শব্দটিকে বিকল্প রূপে ব্যবহার করেছেন। এই বাক্যটি সম্ভবতঃ বোঝায় যে কেউই বলতে পারে না যে যীশু হলেন সদাপ্রভু, পবিত্র আত্মার প্রভাব ব্যতিরেকে মাংসের মধ্যে ঈশ্বর, এই সত্য স্বীকারের জন্য তাদেরকে কাছে টানছেন । এই বিবৃতিটিকে যদি খারাপভাবে অনুবাদ করা হয়, তবে এটি অনিচ্ছাকৃত ধর্ম-তত্ত্ব-সম্বন্ধীয় পরিনাম পেতে পারে ।