bn_tn_old/1co/09/intro.md

3.6 KiB

1 করিন্থীয় 09 সাধারণ নোট সমূহ

সংরচনা এবং বিন্যাস

এই অধ্যায়ের মধ্যে পৌল নিজের পক্ষালম্বন করেন। কতিপয় লোক দাবি করে যে তিনি মন্ডলী থেকে আর্থিকভাবে লাভ করার চেষ্টা করছেন।

এই অধ্যায়ের মধ্যে বিশেষ ধারণা সমূহ

মন্ডলীর থেকে অর্থ উপার্জন

লোকেরা পৌলকে দোষারোপ করল যে তিনি মন্ডলীর থেকে কেবলমাত্র অর্থ চান। পৌল উত্তর দিলেন যে তিনি ন্যায্যভাবে মন্ডলীর থেকে অর্থ পেতে পারতেন। পুরাতন নিয়ম শিখিয়েছে যে যারা কাজ করত তারা তাদের কাজের থেকে জীবিকা অর্জন করতে পারে। তিনি এবং বার্নবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অধিকারটিকে ব্যবহার করেননি এবং তাদের নিজেদের জন্য জীবিকা অর্জন করেন নি।

এই অধ্যায়ের মধ্যে বক্তৃতাগুলোর গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

রূপক

পৌল এই অধ্যায়ের মধ্যে বহু রূপক সমূহ ব্যবহার করেন। এই রূপক সমূহ জটিল সত্যগুলোকে শেখায় । (দেখুন: rc://*/ta/man/translate/figs-metaphor)

এই অধ্যায়ের মধ্যে অনুবাদের অন্যান্য সম্ভাব্য অসুবিধাগুলো

প্রাসঙ্গিক করে তোলা

এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ কারণ পৌল বিভিন্ন স্তরের শ্রোতাদের জন্য সুসমাচারের সেবাকার্যকে প্রাসঙ্গিক করে তোলেন৷ এর অর্থ হোল সুসমাচারের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা প্রাপ্ত হচ্ছে পৌল তার কার্যকলাপ ছাড়াই নিজেকে এবং সুসমাচারকে বোধগম্য করে তোলেন৷ যদি সম্ভব হয় তবে এই ""প্রাসঙ্গিককরণের"" বিষয়গুলোকে সংরক্ষণের জন্য অনুবাদককে অতিরিক্ত যত্ন নিতে হবে। (দেখুন: rc://*/tw/dict/bible/kt/goodnews)

অলংকৃত প্রশ্ন সমূহ

এই অধ্যায়ের মধ্যে পৌল বহু অলংকৃত প্রশ্ন সমূহকে ব্যবহার করেন। তিনি করিন্থীয়দের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে জোর দিতে সেগুলোকে ব্যবহার করেন। (দেখুন: rc://*/ta/man/translate/figs-rquestion)