Door43-Catalog_bn_tn/1CO/10/01.md

1.9 KiB

আমাদের পূর্বপুরুষেরা

পৌল এখানে মোশঈর সময়কে উল্লেখ করেছেন যা যাত্রাপুস্তকে পাওয়া যায় যখন ইস্রায়েল লোহিত সাগরের মধ্যে দিয়ে পালিয়ে যায় মিশরীয় সেনাবাহিনী তাদের পশ্চাদ্ধাবন করল."আমাদের" বলতে সবাই"। যেমন

সব ইহুদীদের পূর্বপুরুষেরা"।

সবাই মোশির দ্বারা বাপ্তাইজিত হয়েছিল

যেমন: "সবাই অনুসরন করেছিলো এবং মোশির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল"

সমুদ্রের মধ্য দিয়ে পার হয়েছিল

তারা সবাই লোহিত সাগর পার মোশির সাথে পার হয়েছিলো মিশর ছাড়বার পর।

মেঘেদের মধ্যে

সেই দিনগুলোতে ইস্রায়েলীয়দের যে নেতৃত্ব মেঘ দ্বারা হয়েছিল, তা ঈশ্বরের উপস্থিতির
প্রতীক .

খ্রীষ্টইয় ছিলেন সেই পাথর

সেই "পাথর" খ্রীষ্টের দৃঢ় ক্ষমতার প্রতিনিধিত্ব করে যিনি তাদের সমস্ত যাত্রায় সঙ্গে ছিল ; তারা তাঁর সুরক্ষা এবং সান্ত্বনার উপর নির্ভর করতে পারে। (দেখুন: রূপক)