Door43-Catalog_bn_tn/1CO/09/24.md

2.8 KiB

তোমরা কি জান না দৌড়ের প্রতিযোগিতায় সবাই দৌড়ায়, কিন্তু একজনই কেবল পুরষ্কার পায়?

প্রত্যাশিত (যদিও না বলা) প্রতিক্রিয়া হল প্রশ্নটির সঠিক মানে বোঝা:"হ্যাঁ, আমি জানি যে, 'যদিও সব দৌড়বিদরাই দৌড়ায়, শুধুমাত্র একজনই পুরস্কার গ্রহণ করে "(দেখুন: অলঙ্কৃত প্রশ্ন).

প্রতিযোগিতায় দৌড়াও

পৌল খ্রীষ্টীয় জীবনের সাথে তুলনা করেছেন ঈশ্বরের জন্য যেন কোনো প্রতিযোগিতামুলক কাজ করাকে এবং একজন ক্রীড়াবিদ হওয়াকে।এই প্রতিয়োগিতায় খ্রীষ্টীয় জীবন ও তার কাজের জন্য কঠোর শৃঙ্খলার প্রয়োজন দৌড়বিদদের মতো, এবং প্রতিয়োগিতায় খ্রিস্টানদের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। (দেখুন: রূপক)

পুরস্কার পাওয়ার জন্য দৌড়াও

সাফল্যের প্রচেষ্টার প্রতিশ্রুতি নিয়ে দৌড়াও যাকে তুলনা করা হয়েছে ঈশ্বর তোমাদের থেকে কী চান বা আশা করেন তার যেই প্রতিশ্রুতি তার সাথে। (দেখুন: রূপক)

জয়মাল্য

একটি জয়মাল্য হল সাফল্য বা প্রতিযোগিতার প্রতীক, যা সেই প্রতিযোগিতার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত; এটা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরকে সন্মান দিয়ে জীবন যাপন করাকে, ঈশ্বর স্থায়ী পরিত্রাণ প্রদান করেন। (দেখুন: রূপক)

আমি নিজেকে অযোগ্য বলতে পারি না

বাক্যটিতে পরোক্ষ শব্দকে সক্রিয় শব্দে পুনরায় তৈরি করা হয়েছে। যেমন:"বিচারক আমাকে অযোগ্য বলবে না।"