Door43-Catalog_bn_tn/1CO/09/01.md

15 lines
2.1 KiB
Markdown

# আমি কি স্বাধীন নই?
পৌল এই অলঙ্কৃত প্রশ্ন ব্যবহার করেছেন, তার অধিকার করিন্থীয়দের মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন : ". আমি মুক্ত " (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)
# আমি কি প্রেরিত নই?
পৌল এই অলঙ্কৃত প্রশ্ন ব্যবহার করেছেন, তার অধিকার এবং তিনি কে তা করিন্থীয়দের মনে করিয়ে দেওয়ার জন্য।যেমন: “আমি হলাম প্রেরিত ” (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)
# আমি কি আমাদের প্রভু যীশুকে দেখিনি?
পৌল এই অলঙ্কৃত প্রশ্ন ব্যবহার করেছেন, তিনি কে তা করিন্থীয়দের মনে করিয়ে দেওয়ার জন্য।যেমন: “ আমি আমাদের প্রভুকে দেখেছি (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)
# তোমরাই কি প্রভুতে আমার কৃত কর্ম নও?
পৌল এই অলঙ্কৃত প্রশ্ন ব্যবহার করেছেন, তাদের সাথে তার সম্পর্ক কি তা করিন্থীয়দের মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন: "খ্রীষ্টের প্রতি তোমাদের বিশ্বাস হল প্রভুতে আমার কাজের ফল." (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)
# তোমরাই হল প্রমাণ
যেমন: "তোমাদের খ্রীষ্টের প্রতি বিশ্বাস এটা নিশ্চিত করে"