Door43-Catalog_bn_tn/1CO/08/04.md

18 lines
1.2 KiB
Markdown

# আমরা
পৌল ও করিন্থীয়রা।
# জানি যে, "প্রতিমা জগতে কিছুই নয়"
পৌল এই উদ্ধৃতি দিয়েছেন যা করিন্থীয়রা ব্যবহৃত করতেন। যেমন: "আমরা সবাই জানি, তোমরা নিজেরাই বলতে পছন্দ কর, যে 'একটি মূর্তির কোন ক্ষমতা নেই বা তার কোনো অর্থই নেই।"
# প্রতিমা এই জগতে কিছুই নয়
যেমন: "এ জগতে কোন প্রতিমা নেই"
# দেবতাদের ও প্রভুদের
পৌল অনেক দেবতাদের বিশ্বাস করতো না, কিন্তু সে বুঝেছিল যে, অখৃষ্টানরা তাদের বিশ্বাস করত।
# আমাদের
পৌল ও করিন্থীয়রা।
# আমাদের জন্য সেটা আছে
"আমরা বিশ্বাস করি"