Door43-Catalog_bn_tn/1CO/05/03.md

18 lines
1.5 KiB
Markdown

# আত্মাতে উপস্থিত
পৌল তাদের চিন্তাতে উপস্থিত ছিল। "আমার চিন্তায় আমি তোমাদের সঙ্গে আছি. '
# আমি ইতিমধ্যে এই ব্যক্তির বিচার করেছি
"এই ব্যক্তির মধ্যে আমি দোষ খুজে পেয়েছি"
# একসঙ্গে সমাগত হলে
"দেখা"
# আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে
যীশু খ্রীষ্টের উপাসনা করার জন্য এটি একটি কথ্য অভিব্যক্তি। (দেখুন: বাগ্ধারা)
# এই মানুষটিকে শয়তানের হাতে তুলে দাও
এটা বলতে ঈশ্বরের লোকেদের থেকে মানুষকে বহিষ্কার করাকে বোঝায়, যাতে সে শয়তানের রাজত্বের মধ্যে থাকতে পারে, মন্ডলীর বাইরের দুনিয়া।
# মাংসের ধ্বংসের জন্য
ঈশ্বর মানুষকে যেমন তার পাপের জন্য শাস্তি দেন যাতে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে ওঠে ।