Door43-Catalog_bn_tn/1CO/04/06.md

2.0 KiB

তোমাদের নিমিত্তে

“তোমাদের ভালোর জন্য্”

যাহা লিখিত আছে তা অতিক্রম করো না

"শাস্ত্রে যা লেখা আছে তার বিপরীতে কাজ কোরো না"

কে তোমার এবং অন্যদের মধ্যে কোনো পার্থক্য দেখেছেন?

পৌল করিন্থীয়দের ধমক দিলেন, যারা মনে করেন নিজেদের খুব ভালো পৌলের ও আপল্লোর দ্বারা সুসমাচারে বিশ্বাস রাখার জন্য।যেমন: "তোমরা অন্য লোকদের চেয়ে শ্রেষ্ঠ নয়।" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

তোমার কাছে কী আছে যে তুমি যা পেয়েছো তা গ্রহণ করোনি?

পৌল জোর দিয়ে বলেছেন যে ঈশ্বর তাদেরকে যা দিয়েছেন তা তারা বিনামূল্যেই পাবেন। যেমন: "তোমার যা কিছু আছে, ঈশ্বরই তোমাদের ঐসব জিনিস দিয়েছেন" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

তোমরা কেন গর্ব করছ যেন তোমরা সবকিছু করেছো?

পৌল তাদের তীব্রভাবে তিরস্কার করেছিল তাদের যা আছে তা নিয়ে গর্ব করবার জন্য।যেমনঃ "তোমার গর্ব করার অধিকার নেই বা "সব সময়ে অহংকার কোরো না।" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)