Door43-Catalog_bn_tn/1CO/03/08.md

1.7 KiB

যে রোপক ও যে সেচক উভয়েই এক

রোপক ও সেচন একই কাজ বলে মনে করা হয় যা পৌল তুলনা করেছেন নিজের ও আপল্লোর সাথে করিন্থিয় মন্ডলী পরিচর্য্যার প্রতি।

তার নিজের বেতন

সেই অর্থের পরিমাণ যা একটি শ্রমিককে প্রদান করা হয় তারা কতটা ভাল কাজ করেছে তার উপর ভিত্তি করে।

আমরা

পৌল ও আপল্লো কিন্তু করিন্থিয় মন্ডলী নয়।

ঈশ্বরের সহকর্মী

পৌল, নিজেকে এবং আপল্লোকে ঈশ্বরের সহকর্মী হিসাবে বিবেচনা করেছেন, তারা একসঙ্গে কাজ করে।

ঈশ্বরের ক্ষেত্র

ঈশ্বর করিন্থিয় বিশ্বাসীদের যত্ন নেন, মানুষ যাদের খুব ঝোঁক থাকে একটি ক্ষেত্র বা বাগানকে ফলপ্রসূ করতে।(দেখুন: রূপক)

ঈশ্বরের নির্মাণ

ঈশ্বর পরিকল্পনা করেছেন এবং করিন্থিয় বিস্বাসীদের সৃষ্টি করেছেন, মানুষ যারা একটি ভবন নির্মাণ করেন তাদের মত। (দেখুন: রূপক)