Door43-Catalog_bn_tn/1CO/01/04.md

24 lines
1.7 KiB
Markdown

# আমি ধন্যবাদ দিই
যেমন: "আমি, পৌল, ধন্যবাদ প্রকাশ করি"
# ঈশ্বরের অনুগ্রহে যা খ্রীষ্ট যীশু তোমাদের দিয়েছেন
" ঈশ্বর যে অনুগ্রহ দিয়েছেন আপনাকে, যিনি খ্রীষ্ট যীশুতে আছেন”.
# তিনি তোমাদের সমৃদ্ধ করেছেন
সম্ভাব্য অর্থ হল 1) “খ্রীষ্ট তোমাদের সমৃদ্ধ করেছেন” বা 2) “ঈশ্বর তোমাদের সমৃদ্ধ করেছেন”
# আপনি যে ভাবে ধনী হয়েছেন
“আপনাকে অনেক আধ্যাত্মিক আশীর্বাদের সঙ্গে সমৃদ্ধ করেছেন”।
# সব বক্তৃতায়
ঈশ্বর আপনাদের সক্ষম করেছে নানাভাবে ঈশ্বরের বার্তা সম্পর্কে অন্যদের জানাতে।
# সব জ্ঞান
ঈশ্বর আপনাদের সক্ষম করেছে নানাভাবে ঈশ্বরের বার্তা বুঝতে।
# খ্রীষ্টের বিষয়ে সাক্ষ্য
“খ্রীষ্ট সম্পর্কে বার্তা”
# তোমাদের মধ্যে নিশ্চিত করা হয়েছে
যেমন: “পরিষ্কারভাবে আপনাদের জীবনে পরিবর্তন করেছে”