Door43-Catalog_bn_tn/TIT/03/15.md

1.1 KiB

তীতকে পৌল চিঠি লেখা শেষ করলেন |)

তাদের সবাইকে

"সমস্ত লোককে "

যারা আমাদের বিশ্বাসে প্রেম করে

এর সম্ভবত অর্থগুলো হলো ১ ) "বিশ্বাসীরা যারা আমাদের প্রেম করে " বা ২ )"বিশ্বাসীরা যারা আমাদের প্রেম করে কারণ আমরা একই বিশ্বাসের সহভাগী হই |"

অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক

ইহা ছিল খ্রীষ্টানদের সাধরণ সম্ভাষণ |ইহা আরও অনুবাদ হতে পারে যেমন "ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক "বা "আমি বলি যে ঈশ্বর তোমাদের সকলের প্রতি দয়াময় হোক |"