Door43-Catalog_bn_tn/TIT/02/11.md

2.3 KiB

তোমরা দেখ

"তীত, তুমি বোঝো "

ঈশ্বরের অনুগ্রহ এখানে যারা উপস্থিত প্রত্যেকের জন্য পরিত্রাণ আনতে সক্ষম

এটা এই ভাবে অনুবাদ করা যেতে পরে যেমন "ঈশ্বরের অনুগ্রহের ত্রান সবার জন্য আলো থেকে এসেছে| "

এসেছে

"আলোতে এসেছে "বা "দেখা গেছে "

অধার্মিকতা অস্বীকার করতে আমাদের প্রশিক্ষণ দাও

"আমাদের সঠিক কাজ করতে শিখা দাও |"এটা এই ভাবে অনুবাদ করা যেতে পরে যেমন "আমাদের অন্যায় কাজের প্রলোভন থেকে বিরত থাকতে শিক্ষা দাও |"

আমাদের প্রশিক্ষণ দাও

এই বাক্য অলঙ্কারের মধ্য দিয়ে বর্ণনা করা হয় ইশ্বরের অনুগ্রহের উপস্থিতি যেমন একজন যে প্রশিক্ষণ দেয় শৃঙ্খলাবদ্ধ লোকেদের পবিত্র জীবন যাপন করতে |( দেখ ব্যক্তিরূপদান)

জাগতিক আসক্তি

"জাগতিক জিনিষের ওপর প্রবল আসক্তি "বা "পার্থিব আনন্দের ওপর প্রবল ইচ্ছা "

এই যুগে

"যখন আমরা এই পৃথিবীতে বাস কররি "বা "এই সময়ের মধ্যে "

আমরা গ্রহণ করতে দেখি

"আমরা স্বাগত জানাতে অপেক্ষা করি "

মহিমার উপস্থিতি

শব্দটি "উপস্থিতি " এবং "মহিমা" একত্রে বলতে পারা যায় "মহিমান্বিত উপস্থিতি|"