Door43-Catalog_bn_tn/TIT/02/06.md

1.6 KiB

একই ভাবে

এটা উল্লেখ করে মন্ডলীতে মহিলাদের প্রশিক্ষণ ফিরে আসুক |তীত ঠিক একই ভাবে পুরুষদেরও প্রশিক্ষণ দিয়েছিলেন |

বলা

"শিক্ষা দেওয়া" বা "প্রকাশ করা "বা "উৎসাহিত করা"

তোমার নিজের উপস্থিতি

এটা অনুবাদ করা যেতে পারে যেমন "তুমি হতে পার" বা "তুমি নিজেকে দেখাও |"

ভালো কাজের আদর্শ

"সঠিক বিষয় এবং সঠিক কাজের উদাহরণ "

পবিত্র বাক্যগুলোর নিন্দা থেকে বিরত থাক

"শিক্ষার মধ্যে কোনো ভুল যেন না থাকে "

যদি কেউ তোমার বিরোধিতা করার চেষ্টা করে তবে সে লজ্জিত হবে

এই প্রকল্পিত অবস্থা উপস্থাপনা করে যেখানে কেউ তীতের বিরোধিতা করে এবং এর ফলে নিজেই লজ্জিত হয় |এটা কোনো বর্তমান ঘটনার প্রকাশ করে না |এই ভাবে তোমার ভাষা প্রকাশ হবে |(দেখ : প্রকল্পিত অবস্থা )