Door43-Catalog_bn_tn/TIT/01/15.md

1.9 KiB

(পৌল ক্রমাগত তীতের কাছে ভ্রান্ত শিক্ষকদের স্বভাব সম্বন্ধে ব্যাখ্যা করেন |)

শুচি মানুষের কাছে, সবই শুচি

এটা এইভাবে অনুবাদ করা যেতে পারে "যে শুচি তার কাছে সব কিছুই শুচি" বা যদি কেউ অন্তরে শুচি হয়, তারা যা করবে সবকিছুই শুচি হবে |"

শুচি

"পরিসুদ্ধ" বা "ঈশ্বরের গ্রহণ যোগ্য"

কলুষিত এবং অবিশ্বাসী মানুষের কাছে কোনো কিছুই শুচি নয়

এটা এই ভাবে অনুবাদ করা যেতে পারে যেমন "কোনো একজন যে নীতিগত ভাবে কলুষিত এবং বিশ্বাস করে না সে শুচি হতে পারে |" # দূষিত

"নীতিগতভাবে অশুদ্ধ" বা "দুর্নীতিগ্রস্ত" বা "কলুষিত"

তারা যা করে তাঁকে অস্বীকার করে

"তাদের কাজ দেখিয়ে দেয় যে তারা তাঁকে জানে না"

ঘৃণিত

"বিরক্তিকর"

এটা প্রমাণ করে যে কোনো ভালো কাজের জন্য অনুপযুক্ত

"তাদেরকে যে কোনো ভালো কাজের জন্য অযোগ্য দেখানো হবে" বা "প্রমাণ দেওয়া হয়েছে যে তারা কোনো ভালো কাজ করতে অক্ষম"