Door43-Catalog_bn_tn/ROM/16/03.md

1.4 KiB

পৌল রোমের অনেক বিশ্বাসীকে নাম ধরে অভিনন্দন জানাচ্ছেন। (দেখুনঃ কিভাবে নাম অনুবাদ করবে এবং অজানা শব্দ অনুবাদ)

প্রিস্কা এবং আকিলা

প্রিস্কা যে প্রিস্কিলা নামেও পরিচিত, যে আকিলার স্ত্রী।

খ্রীষ্ট যীশুতে আমার সহ কার্যকারী

“যে আমার সঙ্গে খ্রীষ্ট যীশুর কথা লোকদের বলার কাজ করে”

তাহাদের গৃহস্থিত মণ্ডলীকে মঙ্গলবাদ জানাও

“যে বিশ্বাসীরা তাদের গৃহে আরাধনার জন্য উপস্থিত হয় তাদের মঙ্গলবাদ জানও”

ইপেনিত

এটি একটি লোকের নাম

এশিয়ার প্রথম ফল

এই বাক্যাংশটির অর্থ হল ইপেনিতা হচ্ছে এশিয়ার প্রথম ব্যাক্তি যে যীশুতে বিশ্বাস করে।