Door43-Catalog_bn_tn/ROM/15/17.md

1.7 KiB

তবে খ্রীষ্ট যীশুতে ঈশ্বর সম্বন্ধীয় বিষয়ে আমার গর্ব আছে

“অতএব ঈশ্বর যে কাজ আমাকে করতে দিয়েছেন সেই বিষয়ে খ্রীষ্ট যীশুতে আমার গর্ব করার কারণ আছে”

কেননা অন্য জাতিদের আজ্ঞাবহতার জন্য খ্রীষ্ট আমার দ্বারা যা সাধন করেছেন তা ছাড়া আমি আর কিছু বলবার সাহস করি না, কথা বা কর্মের দ্বারা, চিহ্নের শক্তি বা অদ্ভুত লক্ষনের দ্বারা, পবিত্র আত্মার শক্তি দ্বারা

“কেননা অন্য জাতিদের আজ্ঞাবহতার জন্য, খ্রীষ্ট আমার কথা বা কর্মের দ্বারা এবং চিহ্নের শক্তি বা পবিত্র আত্মার অদ্ভুদ লক্ষনের দ্বারা যা সাধন করিয়াছেন আমি শুধু তাই বলিব।”

যেন যিরুশালেম থেকে আশেপাশে ইল্লুরিকা প্রদেশ যত দূর তা পর্যন্ত

যিরুশালেম শহর থেকে ইল্লুরিকা প্রদেশ পর্যন্ত, যা ইতালি প্রদেশের সন্মুখা সন্মুখি।