Door43-Catalog_bn_tn/ROM/15/08.md

1.3 KiB

কেননা আমি বলি

“আমি” পৌল কে ইঙ্গিত করছে।

ত্বকচ্ছেদের জন্য খ্রীষ্ট দাস হয়েছেন

“যীশু খ্রীষ্ট ইহুদীদের সাহায্য করতে এসেছিলেন” (দেখুনঃ বাক্যালঙ্কার বিশেষ)

যেন তিনি পিতৃপুরুষদিগকে দেওয়া প্রতিজ্ঞা স্থাপিত করেন

“যেন ঈশ্বর ইহুদীদের বংশধর দিগকে দেওয়া প্রতিজ্ঞা স্থিরীকৃত করতে পারেন” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)

যেমন ইহা লিখিত আছে

“শাস্ত্রে যেমন লিখিত আছে” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)

এবং অন্য জাতিদের জন্য

“এবং খ্রীষ্ট অন্যজাতির দাস হয়েছেন” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)