Door43-Catalog_bn_tn/ROM/15/05.md

1.3 KiB

ঈশ্বর ... অনুমতি ... দিউক

একান্তর অনুবাদঃ “আমি প্রার্থনা করি ... ঈশ্বর ... অনুমতি দিউন”

একে অপরের সঙ্গে একমনা হও

“একে অপরের সঙ্গে সহমত হও” অথবা “একীভূত হও” (দেখুনঃ বাক্যালঙ্কার)

যেন সে পিতৃ দিগকে দেওয়া প্রতিজ্ঞা স্থিরীকৃত করে

“যেন ঈশ্বর ইহুদীদের বংশধর দের দেওয়া প্রতিজ্ঞা স্থিরীকৃত করেন” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)

যেমন লিখিত আছে

“যেমন শাস্ত্রে লিখিত আছে” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)

এবং অন্য জাতিদের জন্য

“এবং খ্রীষ্ট কে অন্য জাতির দাস বানান হইয়াছে” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)