Door43-Catalog_bn_tn/ROM/15/03.md

986 B

যে অপমান অপমানিরা তোমাকে করেছে তা আমার উপরে পরলো

যে অপমান অপমানিরা ঈশ্বর কে করেল তা খ্রীষ্টের উপর পরল।

কেননা পূর্বে যা লেখা হয়েছে তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছে

“কেননা শাস্ত্রে আগে যা কিছু লিখিত হয়েছে আমাদের জ্ঞাত হওয়ার জন্যই লিখিত হইয়াছে।” (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)

আমাদের ... আমরা

পৌল তার পাঠকদের ও অন্য বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করছেন। (দেখুনঃ অন্তর্নিহিত)