Door43-Catalog_bn_tn/ROM/14/20.md

777 B

মাংস ভক্ষণ করা বা দ্রাক্ষারস পান করা বা এমন কোন কিছুই কর না যাহাতে তোমার ভ্রাতার বিঘ্ন জন্মে

“মাংস ভক্ষণ করা বা দ্রাক্ষারস পান করা বা এমন কোন কিছুই না করা উত্তম যাহাতে আমার সহ ভ্রাতা পাপ করে।” এখানে “তোমার” বলতে যাদের বিশ্বাস দৃঢ় এবং “ভ্রাতা” বলতে যাদের বিশ্বাস দুর্বল তাদের ইঙ্গিত করা হয়েছে।