Door43-Catalog_bn_tn/ROM/14/16.md

1.5 KiB

তোমাদের ভালো কাজ উপহাসের বিষয় না হইয়া উঠুক

একান্তর অনুবাদঃ “যদিও তুমি সে সবকে ভালো মনে করছ, সেই সব কাজ কর না, যদি তাহাদের লোকেরা বলে তারা মন্দ।”

তোমাদের ভালো কাজ

এটি সেই লোকেদের কাজের কথাকে ইঙ্গিত করে যাদের বিশ্বাস দৃঢ়।

লোকেরা

প্রাসঙ্গিক ভাবে এটি অন্য বিশ্বাসীদের ইঙ্গিত করছে (দেখুনঃ UDB)

কেননা ঈশ্বরের রাজ্য ভোজন পানের নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ

“কেননা ঈশ্বরে তার সম্রাজ্য স্থাপন করেনে নি যেন ভোজন পান করা হয়। তিনি তার সম্রাজ্য স্থাপন করেছেন যেন তার সঙ্গে এক সঠিক সম্পর্ক স্থাপিত হও এবং যেন পবিত্র আত্মা আমাদের শান্তি ও আনন্দ দিতে পারেন।”