Door43-Catalog_bn_tn/ROM/14/05.md

2.2 KiB

একদিকে এক ব্যাক্তি অন্যদিনের চেয়ে এক দিন বিশেষ করে মানে কিন্তু অন্যদিকে একব্যাক্তি সবদিন সমানরূপে মানে

“একদিকে” এবং “অন্যদিকে” এই শব্দগুলি একই বিষয়ের উপর দুটি ভিন্ন ধারনাকে উপস্থিত করে। একান্তর অনুবাদঃ “একব্যাক্তি কোন বিশেষ দিনকে অন্য সমস্ত দিন থেকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু অন্য ব্যাক্তির ধারনা এই যে সব দিনই সমান।” (দেখুনঃ বাগ্ধারা)

প্রত্যেকে আপন আপন মনে স্থিরনিশ্চয় হউক

এর সম্পূর্ণ অর্থ পরিস্কার করা যেতে পারেঃ “প্রত্যেক ব্যাক্তি এই বিষয়ে নিশ্চিত হোক যে তাহারা যা করছে তা ঈশ্বরের গৌরবের জন্য।” (দেখুনঃ স্পষ্ট এবং অন্তর্নিহিত)

যে দিন মানে সে প্রভুর উদ্দেশ্যই মানুক

“যে ব্যাক্তি কোন বিশেষ দিনে ঈশ্বরের আরাধনা করছে সে ঈশ্বরের গৌরবের জন্যই করছে”

এবং যে খাই প্রভুর জন্যই খাই

“যে ব্যাক্তি সমস্ত রকমের খাদ্য বস্তু খাই সে প্রভুর গৌরবের জন্যই খাই”

যে খাই না, ঈশ্বরের জন্যই খাই না

“যে ব্যাক্তি বিশেষ কিছু খাদ্য বস্তু খাই না সে প্রভুকে গৌরব দেওয়ার জন্যই খাই না”