Door43-Catalog_bn_tn/ROM/14/01.md

1.3 KiB

পৌল ক্রমাগত বিশ্বাসীদের সঠিক জীবন ধারনের নির্দেশ দিয়ে চলেছেন

বিশ্বাসে দুর্বল

এটি তাদের ইঙ্গিত করে বলা হয়েছে যারা বিশেষ কিছু বস্তু খাওয়া ও পান করা সম্বন্ধে দোষী মনে করতেন।

তবুও এই সব বিষয়ে বিচার দিতেন না

“কিন্তু এই নয় যে তোমারা এই বিষয়ে তাদের সঙ্গে তর্ক কর”

একদিকে কোন ব্যাক্তির বিশ্বাস আছে যে সে সব কিছুই খাইতে পারে, কিন্তু অন্য দিকে

“একদিকে” এবং “অন্যদিকে” এই বাক্যাংশগুলি কোন বিষয়ে দুই ধরনের চিন্তাধারা উপস্থিত করে।” একান্তর অনুবাদঃ “একজনের বিশ্বাস আছে যে কোন বস্তু খাওয়ার জন্য, কিন্তু” (দেখুনঃ বাগ্ধারা)