Door43-Catalog_bn_tn/ROM/12/17.md

1.2 KiB

পৌল ১২:১৭

১২:২১ এ বিশ্বাসীদের বলছেন যারা মন্দ কাজ করে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়।

মন্দের পরিবর্তে কাহার মন্দ কর না

“যে তোমার প্রতি কিছু মন্দ করেছে তার প্রতি তুমিও কিছু মন্দ করো না।”

সকলের দৃষ্টিতে যাহা উত্তম তাহাই কর

“তাহাই কর যাহা সকলে ভালো মনে করে।”

তোমার পক্ষে যতটা সম্ভব সকল লোকেদের সঙ্গে শান্তিতে থাক

“সকলের সঙ্গে শান্তিতে বসবাস করার জন্য তোমার যথাসাধ্য কর।”

যতটা তোমার পক্ষে সম্ভব

“যতটা তোমার নিয়ন্ত্রনে এবং দায়িত্বে আছে”