Door43-Catalog_bn_tn/ROM/12/06.md

1.4 KiB

আমাদের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে আমাদের বিভিন্ন বরদান দেওয়া হয়েছে

“ঈশ্বর আমাদের প্রত্যেককে তার সেবার্থেকর বিভিন্ন কাজ করার জন্য বিনামূল্যে বিশেষ দক্ষতা দিয়েছেন”

তাহের বিশ্বাসের পরিমাণ অনুসারেই ইহা হউক

সম্ভবপর অর্থ হল ১) “তারা ভাববানী বলুক কিন্তু তা ঈশ্বর দত্ত বিশ্বাসের নাগাল না ছাড়িয়ে যায়” অথবা ২) “তারা ভাববানী বলুক যা আমাদের বিশ্বাসের শিক্ষানুসারে।”

যদি কারও দানের বরদান থাকে

এর অর্থ আরও পরিস্কার করে বলা যায়ঃ “যদি কারও কাউকে অর্থ দান করার বা কোন বস্তু দান কাউকে করার বরদান থাকে। (দেখুনঃ স্পষ্ট বা অন্তর্নিহিত)