Door43-Catalog_bn_tn/ROM/12/04.md

1.5 KiB

কারণ

পৌল ব্যাখ্যা করছেন কেন খ্রীষ্টানরা নিজেদের অন্যদের থেকে উত্তম ভেবো না।

ঠিক যেমন আমাদের এক শরীরে অনেক সদস্য আছে

পৌল খ্রীষ্টে বিশ্বাসীদের শরীরের বিভিন্ন অঙ্গ বলে তুলনা করছেন। এর দ্বারা তিনি এই বোঝাতে চায়ছেন যে যদিও বিশ্বাসীরা বিভিন্নভাবে খ্রীষ্টের সেবা করে, কিন্তু তারা প্রতেকেই খ্রীষ্টের এবং গুরুত্বপূর্ণ ভাবে সেবা করছে। (দেখুনঃ রূপকালঙ্কার)

সদস্যঃ সেগুলির মধ্যে যেমন চক্ষু, উদর, এবং বাহু।

ব্যাক্তিগত ভাবে একে অপরের সদ্যস

“প্রত্যেক বিশ্বাসী অন্য বিশ্বাসীর শরীরের অঙ্গ।” (দেখুনঃ রুপকালঙ্কার) একান্তর অনুবাদঃ “এবং প্রত্যেক বিশ্বাসী অন্য বিশ্বাসীদের সঙ্গে যুক্ত।”