Door43-Catalog_bn_tn/ROM/11/30.md

928 B

পূর্বে তোমরা অবাধ্য ছিলে

“অতীতে তোমারা বাধ্য হয় নাই।” “তোমারা” সর্বনামটি অন্যজাতির বিশ্বাসীদের বহুবচনে ইঙ্গিত করা হয়েছে।

ঈশ্বর অবাধ্যতার কাছে সমস্তই রুদ্ধ করিয়াছেন

এর অর্থ এও হতে পারে যে ঈশ্বর সকলকে তার অবাধ্য হওয়া রুদ্ধ করতে অক্ষম করেছেন, যেমন কয়েদিরা হাজত এড়াতে অক্ষমঃ “ঈশ্বর সকলকে তাদের অবাধ্যতার বন্দি/কয়েদি করেছেন।” (দেখুনঃ রুপকালঙ্কার)