Door43-Catalog_bn_tn/ROM/11/28.md

1.3 KiB

একদিকে … অন্যদিকে

এই বাকাংসগুলি একই বিশয়ের দুই তথ্যকে তুলনা করার জন্য ব্যবহৃত হয়। পৌল এই বাক্যাংশটি ব্যবহার করে বলতে চায়ছেন যে ঈশ্বর ইহুদীদের তিরস্কার করেছেন কিন্তু তিনি তাদের প্রেম করেন।

তারা তোমার জন্য ঘৃণিত

“অন্যজাতিয় বিশ্বাসীদের জন্য ঈশ্বর ইহুদীদের ঘৃণা করেন” (দেখুন” কত্তিবাচ্য বা কর্ম বাচ্য) অন্যজাতের জন্য ঈশ্বরের প্রেম এতই বড় যে তুলনামূলক ভাবে মনে হচ্ছে তিনি ইহুদীদের ঘৃণা করেন। (দেখুনঃ অতিশয়োক্তি)

কেননা ঈশ্বরের উপহার ও আহ্বান অপরিবর্তনীয়

“কেননা ঈশ্বরের উপহার ও আহ্বান পরিবর্তন হতে পারে না”