Door43-Catalog_bn_tn/ROM/11/23.md

4.3 KiB

পৌল অন্যজাতির বিশ্বাসীদের কাছে এমনভাবে বলছেন যেন তারা একজন ব্যাক্তির সমতুল্য।

যদি তাহারা ক্রমাগত অবিশ্বাস না করে

“যদি ইহুদীরা খ্রীষ্টে বিশ্বাস করতে শুরু করে”

তাহার পুনরাই যুক্ত করা যাইবে

“ঈশ্বর তাদের যুক্ত করবেন” (দেখুনঃ কত্তিবাচ্য বা কর্মবাচ্য)

কলম করা

এটি একটি সচারাচর প্রক্রিয়া যেখানে একটি জীবিত শাখার শেষ ভাগ কে অন্য একটি জীবিত বৃক্ষের মধ্যে যুক্ত করা হয় যেন সেই যুক্ত করা শখা সেই বৃক্ষের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পায়।

কেননা স্বভাবত বন্য জিতবৃক্ষ তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জিতবৃক্ষে লাগান গিয়াছে, তখন প্রিকিত শাখা যে উহারা উহাদিগকে কত না অধিক নিজ জিতবৃক্ষে লাগান যাইবে?

পৌল ঈশ্বরের লোকদের এক বৃক্ষের শাখার সঙ্গে তুলনা করছেন (দেখুনঃ রুপকালঙ্কার) কত্তিবাচিয় ক্রিয়া পদ দ্বারা একান্তর অনুবাদঃ “কেননা ঈশ্বর, তোমারা যে স্বভাবত বন্য জিতবৃক্ষ হওয়া সত্তেও তোমাদের কাটিয়া তোমাদের স্বভাবের বিপরীতে উত্তম জিতবৃক্ষে কলম করেন, তবে কত না অধিক তিনি এই ইহুদীদের তাদের নিজের জিতবৃক্ষে যুক্ত করবেন, যারা তার প্রকীত শাখা?” (দেখুনঃ কত্তিবাচ্য বা কর্মবাচ্য)

তাহার . . . তাহাদিগকে

সমস্ত তাহারা ও তাহাদিগকে ইহুদীদের ইঙ্গিত করছে।
25

আমি

এই সর্বনামটি পৌল এর কথা বলে।

তুমি … তুমি … তোমার

“তুমি” ও “তোমার” সর্বনামগুলি অন্যজাতির বিশ্বাসীদের কথা বলে।

যেন তোমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হয়

“যেন তুমি যা তার থেকে নিজেকে বুদ্ধিমান না মনে করো।” অন্যজাতির বিশ্বাসীরা মনে করতে পারে যে তারা অবিশ্বাসী ইহুদীদের থেকে বুদ্ধিমান। (দেখুনঃ স্পষ্ট এবং অন্তর্নিহিত)

ক্ষানিক সময়ের জন্য ইস্রায়েলেন কঠিনটা ঘটেছিল

কিছু ইহুদীরা যীশুর দ্বারা পরিত্রাণ অগ্রাহ্য করেছিল। (দেখুনঃ রুপকালঙ্কার)

যে পর্যন্ত অন্যজাতেদের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে

“যে পর্যন্ত” শব্দটি এই মানেও ধারন করে যে ঈশ্বরের অন্যজাতিদের মণ্ডলীতে প্রবেশ করানোর পূর্ণতার পর অনেক ইহুদীরা বিশ্বাস করেবে।