Door43-Catalog_bn_tn/ROM/11/17.md

1.5 KiB

পৌল অন্যজাতির বিশ্বাসীদের কাছে এমনভাবে বলছেন যেন তারা একজন ব্যাক্তির সমতুল্য।

এবং তুমি, বন্য জিতবৃক্ষ

সর্বনাম পদ “তুমি” এবং “জিতবৃক্ষ” যে সমস্ত অন্যজাতির লোকেরা যীশুর দ্বারা পরিত্রাণ পেয়েছে তাদের ইঙ্গিত করছে। (দেখুনঃ বাক্যালঙ্কার, তুমি

র বিভিন্ন রূপ)

তাদের মধ্যে কলম করা গিয়েছে

“অবশিষ্ট শাখার সঙ্গে যুক্ত করা হয়েছ”

জিতবৃক্ষর সরস মূল

ঈশ্বরের প্রতিজ্ঞা (দেখুনঃ রুপকালঙ্কার)

শাখার বিরুদ্ধে গর্ব করিও না

“বল না যে আমরা ঈশ্বর দ্বারা তিরস্কৃত ইহুদী লোকেরদের থেকে উত্তম”

ইহা এমন হয় যে তোমরা মূল কে আশ্রয় দিয়েছ, কিন্তু মূল যা তোমাদের আশ্রয় দিয়েছে” (দেখুনঃ রুপকালঙ্কার)