Door43-Catalog_bn_tn/ROM/11/15.md

1.9 KiB

তাহাদের

এই সর্বনামটি অবিশ্বাসী ইহুদীদের কথা বলে

তাদের গ্রহণীয়তা মৃত্যু থেকে জীবন বই আর কি

“আর তবে, ঈশ্বর কিভাবে তাদের গ্রহন করবেন যখন তারা খ্রীষ্টে বিশ্বাস করবে? এটি এমন হবে যেন তারা মৃত্যু থেকে জীবনে প্রবেশ করেছে” (দেখুনঃ কত্তিবাচ্য বা কর্মবাচ্য)

আর যদি প্রথম ফল পবিত্র হয় তবে সুজির তালও

পৌল তুলনা করছেন ইস্রায়েলের পূর্বপুরুষ অব্রাহাম, ইসাহাক এবং যাকোব কে কাটনির ফসল এবং তাদের বংশধর ইস্রায়েলিয়দের কাটনির ফসল থেকে বানান সুজি। (দেখুনঃ রুপকালঙ্কার)

যদি মুল পবিত্র হয় তবে শাখাও

পৌল তুলনা করছেন ইস্রায়েলের পূর্বপুরুষ অব্রাহাম, ইসাহাক এবং যাকোব কে গাছের মুল এবং তাদের বংশধর ইস্রায়েলিয়দের সেই গাছের শাখা। (দেখুনঃ রুপকালঙ্কার)

পবিত্র

যে সমস্ত লোকেরা পবিত্র তারা ঈশ্বরের এবং ঈশ্বরের সেবা এবং তাকে মহিমা দেওয়ার উদ্দেশ্যে পৃথকীকৃত।